এবার অভ্যন্তরীণ রুটে বিমানের সকল ফ্লাইট বন্ধ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের সব বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের সব ফ্লাইট বন্ধ থাকবে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।

বিমানের ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্লাইট ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। আর ঢাকা-যশোর-ঢাকা, ঢাকা-রাজশাহী-ঢাকা, ঢাকা-সৈয়দপুর-ঢাকা বন্ধ থাকবে ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।

ঢাকা-বরিশাল-ঢাকা ফ্লাইট বন্ধ থাকবে ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।

ঢাকা-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট বিজি৬০১/৬০২ বন্ধ থাকবে ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। আর ফ্লাইট বিজি৪০১/৪০২ বন্ধ থাকবে ২৯ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সব ফ্লাইট ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসান জানিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ভারত ও বাহরাইনের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ থাকবে।