চেন্নাই থেকে ফিরলেন লকডাউনে আটকে পড়া আরও ১৬৪ জন

চিকিৎসায় গিয়ে লকডাউনের কারণে ভারতের চেন্নাইয়ে আটকে পড়া আরও ১৬৪ জনকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আজ মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলার বিএস-২১০ ফ্লাইটটি।

এর আগে, সোমবারের বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন আরও ১৬৪ জন। এ নিয়ে চেন্নাইয়ে আটকেপড়া মোট ৩২৮ জন দেশে ফিরলেন।
গণমাধ্যমকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) কামরুল ইসলাম ফ্লাইট অবতরণের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে করোনার প্রাদুর্ভাবের কারণে ভারতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ছয়টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে ইউএস-বাংলা।