করোনাঃ কোন বিভাগে কতজনের মৃত্যু

প্রতিনিয়ত বেড়েই চলেছে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু মিছিল। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২৮ জনে। এদের মধ্যে পুরুষ ২ হাজার ৩০৬ ও নারী ৬২২ জন। শতাংশের হিসেবে পুরুষ ৭৮ দশমিক ৭৬ শতাংশ এবং নারী ২১ দশমিক ২৪ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃত ২ হাজার ৯২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১ হাজার ৪০৮ জন (৪৮ দশমিক ০৯ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৭২১ জন (২৪ দশমিক ৬২ শতাংশ), রাজশাহী বিভাগে ১৭৪ জন(৫ দশমিক ৯৪ শতাংশ), খুলনা বিভাগে ২০৬ জন (৭ দশমিক ৪ শতাংশ), সিলেট বিভাগে ১৪০ জন (৪ দশমিক ৭৮ শতাংশ), বরিশাল বিভাগে ১১০ জন (৩ দশমিক ৭৪ শতাংশ), রংপুর বিভাগে ১০৮ জন (৩ দশমিক ৬৯ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৬১ জন (২ দশমিক ০৮ শতাংশ)।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের ৭ জন, খুলনা বিভাগে ৮ জন, সিলেট বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ৩ জন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

আজকের বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪১টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে দুই হাজার ২৭৫ জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৪ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২৩ হাজার ৮৮২ জনে।