টাকার অভাবে মেডিকেলে ভর্তি হতে পারছে না তনুশ্রী

দিনাজপুরের কাহারোলের গর্ব তনুশ্রী রায়। সে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছে।

তনুশ্রী রায় কাহারোল উপজেলার ২ নম্বর রসুলপুর ইউনিয়নের খোশালপুর গ্রামের শ্রী গণপতি রায়ের মেয়ে। তনুশ্রীর সাথে কথা হলে সে বলে, \’আমি কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি\’তে জিপিএ-৫ এবং দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্যের সহিত উত্তীর্ণ হয়েছি। এবার এমবিবিএস পরীক্ষায় অংশ গ্রহণ করে মেডিকেলে পড়ার সুযোগ পেয়ে আমি অনেক গর্বিত।

তনুশ্রী আরো বলে, \’আমার পিতা দরিদ্র হওয়ার কারণে আমি খুব কষ্ট করে লেখাপড়া করেছি। আমার লেখাপড়ার খরচ চালাতে গিয়ে আমার পিতা হিমসিম খাচ্ছে।\’

তনুশ্রীর পিতা শ্রী গণপতি রায়ের সাথে কথা বললে তিনি অশ্রু নয়নে বলেন, \’আমার তিনটি সন্তান, দুই মেয়ে এক ছেলে।ছেলেমেয়েদের লেখাপড়ার পিছনে আমি প্রায় নিঃস্ব। আমার মেয়ে মেডিকেলে লেখাপড়ার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত, কিন্তু আমি সামান্য ৪/৫ টা গাভী পালন করে দুধ বিক্রি করে ও মাঝে মাঝে জমি মাপার কাজ করে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ বহন করি। এমতাবস্থায় তনুশ্রী\’র মেডিকেলে ভর্তি ও পড়ার খরচ বহন করা আমার পক্ষে একেবারে অসম্ভব।\’

তনুশ্রী বলে, \’আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালভাবে মেডিকেলে লেখাপড়া করে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।\’ সৌজন্যেঃ ইত্তেফাক

বাংলাদেশ সময় : ১৫৩৮ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ