টাইগারদের ব্যাটিংয়ে ধস!

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলেন না ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস। এরপর লিটন দাস-মুশফিকের বিদায়ে চাপে পড়েছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ ব্যাট করছেন।

আজ বৃহস্পতিবার ব্লুমফন্টেইনে টসে জয়লাভ করেন টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

ব্যাট করতে নেমে ফ্রিলিংকের বলে সিবোটোর হাতে ধরা পড়েন সৌম্য। তিনি মাত্র ৩ রান করেন।
এরপর দ্রুতই ফিরে যান আরেক ওপেনার ইমরুল কায়েস। ফ্রিলিংকের দ্বিতীয় শিকার হন ইমরুল। কায়েস মাত্র ২৭ রান করেন।

এদিকে ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচে খেলছেন না ওপেনার তামিম ইকবাল।

সাদা পোশাকের ক্রিকেটে হতাশাজনক হারের পর এবার পরীক্ষা রঙিন পোশাকের ক্রিকেট।

১৫ অক্টোবর কিম্বার্লিতে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ওই ম্যাচে তামিমের খেলার সম্ভাবনা রয়েছে। দেশসেরা এ ওপেনার প্রথম ম্যাচে খেলতে পারলেই পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবে টাইগাররা।

সর্বশেষ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ২-১-এ ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। এবারও দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

আজ তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মোস্তাফিজ ও রুবেলের সঙ্গে খেলছেন তরুণ পেসার সাইফ উদ্দিন। একাদশে নেই মিরাজ। খেলছেন নাসির।

আগামী ১৫ অক্টোবর কিম্বার্লিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পার্লে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর। ইস্ট লন্ডনে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম