করোনাঃ সপ্তাহজুড়ে বেড়েছে মৃত্যু

আবারও ভয়ঙ্কর রূপে ফিরছে মহামারী করোনা। গত এক সপ্তাহ (৭ দিন) ধরে এই ভাইরাসে মৃত্যু ঊর্ধ্বমুখী। এর মধ্যে সোমবার (১৫ মার্চ) ও মঙ্গলবার মৃত্যু সংখ্যা ২৬ জন করে। গত এক সপ্তাহে মারা গেছেন ১০১ জন।

সবশেষ দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৯৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭১৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জন।

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত এক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার (১১ মার্চ) মারা যান ৬ জন। এ দিন আক্রান্ত হন ১ হাজার ৫১ জন। পরে দিন শুক্রবার (১২ মার্চ) করোনায় মৃত্যু হয় ১৩ জনের। ওই দিন ২৪ ঘণ্টায় শনাক্ত হয় এক হাজার ৬৬ জন। শনিবার (১৩ মার্চ) সরকারি হিসেবে মারা গেছেন ১২ জন। এ দিন করোনা শনাক্ত হয় এক হাজার ১৪ জনের শরীরে।

পরবর্তী তিন দিন; রোববার, সোমবার ও মঙ্গলবার মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৮ জন ও ১ হাজার ১৫৯ জন, ২৬ জন ও ১ হাজার ৭৭৩ জন এবং ২৬ জন ও ১ হাজার ৭১৯।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৬ মার্চ) একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫৪৫ জন এবং একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৩২৭ জন।

এছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭ লাখ ৬৬ হাজার ১৯ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৭১ হাজার ৭৭৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৮৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি ১ লাখ ৩৮ হাজার ৫৮৬ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ১৩ জনের।