যৌন সংক্রমন ক্ল্যামেডিয়া হতে সাবধান

ক্ল্যামেডিয়া সংক্রমন (Chlamydia Intection) এটি অন্যান্য যৌনবাহিত রোগ। বিশেষ করে গনোরিয়ার সাথে এক সঙ্গে দেখা যায়। ক্ল্যামেডিয়া নামক জীবাণু দ্বারা এটি সংক্রমিত। ক্ল্যামেডিয়া যৌন মিলনের ফলে ছড়ায়। আক্রান্ত মা থেকে সদ্যজাত শিশুর দেহে এ রোগ সংক্রমিত হতে পারে।

লক্ষণ এবং উপসর্গ: সাদা অথবা হলুদ বা ভিন্ন রং পুঁজ সদৃশ স্রাব দেখা যায়।
যোনিপথে লাল রং-এর ক্ষত দেখা যায় যা থেকে রক্ত ঝরতে পারে।
যৌন মিলনে রক্তপাত হতে পারে।
উপসগ ছাড়াও অনেক সময় ক্ল্যামেডিয়া সংক্রমন থাকতে পারে।

নবজাতক শিশুর ক্ষেত্রে: নবজাতকের চোখ সংক্রমন
নিউমোনিয়া

প্রতিরোধ: পরিস্কার পরিচ্ছন্নতা
স্বাস্থ্যকজ্ঞান, স্বাস্থ্য সচেতনতা বিশেষ করে প্রজনন স্বাস্থ্য সম্বরদ্ধে
মাসিকের সময় পরিষ্কার কাপড় ব্যবহার করা (স্যানেটারি ন্যাপকিন সবচাইতে ভালো)
যৌন মিলনে সতর্কতা অবলম্বন করা

চিকিৎসা: ক্ল্যামেডিয়ার উপরের লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া দরকার ।
সূত্র: এমসিডিসি

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল