চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ১

চুয়াডাঙ্গা জেলা শহরে ডিসি অফিসের অদূরে ট্রাকের ধাক্কায় নজরুল ইসলাম (৫৫) নামের এক আলমসাধু (ভটভটি) চালক নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন সাহেরা বেগম (৫০) নামের আলমসাধু যাত্রী।

আজ সোমবার বেলা ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত সবেদ আলীর ছেলে। আহত সাহেরা বেগম দামুড়হুদার জয়রামপুরের মৃত রজব আলীর স্ত্রী।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, শহরের কলেজ রোড দিয়ে কোর্ট চত্বরের দিকে একটি আলমসাধু যাচ্ছিলো। এসময় পিছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুকে ধাক্কা দিলে চালক এবং এক যাত্রী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে চালক নজরুল ইসলাম মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্ব চিকিৎসক সোনিয়া আহমেদ জানান, নজরুল ইসলাম হাসপাতালে পৌছানোর আগেই মারা যান।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top