বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৬

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো ১৬ জন।

আহতদের মধ্যে মোতাহার (৫০), আসাদ (৫৫), মিরাজ (১৮), লুৎফুন্নেছা (৫০), তানিয়া (৭), বেল্লাল (২৫), ফাতেমা (৪৮), রহিমা (৪৫), হিরা (১৬) ও রোকসানাকে (৩৫) ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে একজন বাসের সুপারবাইজার বলে জানা গেলেও তার নাম জানা যায়নি।

ফকিরহাট থানার উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় দে জানান, বনফুল পরিবহনের যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অভিজিৎ পাল জানান, আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে দু’জন মারা গেছেন। তাদের একজন বাসের সুপারভাইজার।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে