শীতে বিপদ ডেকে আনতে পারে রুম হিটার, সমস্যাগুলো জানা আছে তো?

শীতে উষ্ণতা পেতে অনেকে প্রায়ই রুম হিটার ব্যবহার করেন। এমনকি অনেকে রাতে এটি চালিয়ে ঘুমান। কিন্তু আপনি কি জানেন, এটি আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। এটি আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।

স্বাস্থ্যের ওপর রুম হিটারের প্রভাব

১/তাপের ক্রমাগত প্রভাবের ফলে ত্বকে ক্ষতি সৃষ্টি হতে পারে। শুষ্কতা, চুলকানি, টোস্টেট স্কিন সিনড্রোম ইত্যাদির মধ্যে দিয়ে জটিলতা তৈরি করতে পারে।

২/ শীতকালে বাতাস এমনিতেই শুষ্ক থাকে। স্পেস হিটারগুলো বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়। ফলে যাদের ত্বকের বিভিন্ন সমস্যা আছে কিংবা হাঁপানির রোগে ভুগছেন, তাদের স্বাস্থ্যের জন্য সঠিক নয়।

৩/ সারারাত বদ্ধ ঘরের মধ্যে রুম হিটার ব্লোয়ার চালিয়ে রাখলে কার্বন-ডাই-মনোক্সাইড (CO) উৎপন্ন হতে পারে, যা শ্বাস নেওয়ার সময় শ্বাসকষ্ট হতে পারে। এমনকি ঘুমের মধ্যে মৃত্যুও হতে পারে। কারণ কার্বন মনোক্সাইড রক্তের অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়।

৪/গরম জায়গা থেকে ঠান্ডা জায়গা যাওয়ার সময় তাপমাত্রার হঠাৎ ওঠানামা করে। তাতে ইমিউন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে, শরীরের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

রুম হিটার ঘরে রাখলে কী কী সতর্কতা অবলম্বন করবেন

১/রুম হিটার থেকে সব দাহ্য পদার্থ দূরে রাখুন। কারণ অবিরাম তাপের উৎসের কারণে সেগুলো থেকে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

২/রুম বা ঘর থেকে বের হওয়ার সময় রুম হিটারের সুইচ বন্ধ করুন। কোনো দুর্ঘটনা এড়াতে এটিকে আনপ্লাগ করুন।

৩/ রুম হিটারগুলোকে শিশুদের নাগালের বাইরে রাখুন। উচ্চস্থানে রেখে বা ব্যবহার না করার সময় তালাবদ্ধ করে রাখুন।

কী কী করবেন না

১/কাপড় দিয়ে রুম হিটার ঢেকে রাখবেন না। কাপড় লেগে আগুন ধরে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

/পানির পাশাপাশি রাখবেন না। কারণ এটি একটি ইলেকট্রনিক ডিভাইস।

৩/ আপনার রুম হিটারগুলো কোনো উঁচু জায়গায় প্লাগ করতে যাবেন না। কারণ এটি ঠিক করে না রাখলে পড়ে গিয়ে আগুন ধরে যেতে পারে।

Scroll to Top