বিটিআরসির আইএমইআই যাচাই সেবা ৪ দিন বন্ধ থাকবে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইএমইআই যাচাই (মোবাইল ফোন হ্যান্ডসেটের বৈধতা) সংক্রান্ত সেবা ৪ দিনের জন্য বন্ধ থাকবে বলে জানা গেছে।

আজ শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত এনএআইডি সিস্টেম স্থানান্তরের জন্য আইএমইআই যাচাই সেবা বন্ধ রাখা হবে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করা হয়েছে।

বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, আইএমইআই ডাটাবেজ অ্যান্ড এনওসি অটোমেশন সিস্টেমের (এনএআইডি) কার্যক্রম বিটিআরসির নবনির্মিত ভবনে স্থানান্তর করা হবে। ফলে ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে ২৫ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত হ্যান্ডসেটের বৈধতা যাচাইকরণ সংক্রান্ত সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একটি এনএআইডি সিস্টেম রয়েছে। যার মাধ্যমে বাংলাদেশের মোবাইল সেটের গ্রাহকরা নিজ ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে একটি Space দিয়ে ১৫ ডিজিটের IMEI নম্বর লিখার পর ১৬০০২ নম্বরে পাঠিয়ে মোবাইলফোন হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে পারেন।

Scroll to Top