saver-building-

হেলে পড়েছে ৪ তলা ভবন: ঝুঁকিপূর্ণ ঘোষণা

ঢাকার ধামরাইয়ে চারতলা একটি ভবন পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় চারতলা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকা সংলগ্ন ধানসিঁড়ি এলাকায় জিয়াউর রহমান সিকদারের মালিকানাধীন হেলে পড়া চারতলা ভবনের বাসিন্দাদের শনিবার রাতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

হেলে পড়া ভবনের দ্বিতীয় তলায় ফাটলও দেখা দিয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন।

স্থানীয়রা বলছেন, শনিবার বিকালে জিয়াউর রহমান সিকদারের চারতলা ভবনটি, পাশের শামসুল হকের মালাকানাধীন ছয়তলা ভবনের ওপর হেলে পড়ার বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। পরে শামসুলসহ অন্যরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে চারতলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল রানা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। চারতলা ভবনটি পাশের ছয়তলা ভবনে সাপোর্ট হয়ে আছে। তবে ছয়তলা ভবনটি ঝুঁকিমুক্ত রয়েছে।

“চারতলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। আমরা ওই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বসবাসরত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।”

ছয়তলা ভবনের মালিক শামসুল হক বলেন, “শনিবার বিকালে হঠাৎ শুনতে পাই, আমার বিল্ডিংয়ের ওপর পাশের চারতলা বিল্ডিং হেলে পড়েছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস আমার ভবনটি নিরাপদ বলে জানিয়েছে।”

হেলে পড়া চারতলা ভবনের মালিক জিয়াউর রহমান সিকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ভবনটি কেনো হেলে পড়ল, তা খতিয়ে দেখা হবে।”

হেলে পড়া ভবনটির আশেপাশের স্থানের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানিয়েছেন।

Scroll to Top