rimal

চরে আটকে পড়া ফুফু ও বোনকে আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

পটুয়াখালীর কলাপাড়ায় চরে আটকে পড়া নিজের ফুফু ও বোনকে নিরাপদ আশ্রয়ে আনতে তাদের বাড়িতে যাচ্ছিলেন মো. শরীফ হাওলাদার (২৫) নামের এক যুবক।পথে পানিতে ডুবে তার মৃত্যু হয়। আজ রবিবার দুপুরে উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মো. শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফের ফুফু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় থাকেন। ওই বাড়িতে শরীফের বোনও ছিল। দুপুর ১টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন ও ফুফুকে কাউয়ারচর থেকে নিয়ে আসতে যান।

এ সময় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা পাঁচ থেকে সাত ফুট নিচে ডুবে ছিল। তখন নৌকা না পেয়ে সাঁতার কেটে তারা কাউয়ারচরে যাচ্ছিলেন। হঠাৎ এক জায়গায় সমুদ্রের ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যান। পরে এক ঘণ্টা পর ওই স্থান থেকে শরীফের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ বিষয়ে ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীকালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Scroll to Top