মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এই ভিডিও ফুটেজ নিয়ে বিতর্ক (ভিডিও)

বেসরকারি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে এক কর্মকর্তার কক্ষে একজনকে হাঁটু গেড়ে মাফ চাওয়ার ভঙ্গিমায় বসে থাকতে দেখা যাচ্ছে। তার ঠিক সামনেই চেয়ারে বা সোফায় বসা একজন তার দিকে পা বাড়িয়ে রেখেছেন। আশপাশে দাঁড়িয়ে আছেন আরও কয়েকজন।

ওই কক্ষের বাইরে থেকে ভিডিওটি করা হয়েছে। ফ্রস্টেড গ্লাস হওয়ার কারণে ভেতরের কারও চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না। মাসুদ নামের এক ফেসবুক ব্যবহারকারী এ ঘটনার ছবি ও ভিডিও নিজের টাইমলাইনে পোস্ট করে দাবি করেছেন, ওই ব্যক্তি ব্যাংকের একজন কর্মী এবং তার উচ্চপদস্থ কোনো কর্মকর্তা তাকে এভাবে শাস্তি দিচ্ছেন।

ওই পোস্টটি কয়েক হাজারবার শেয়ার হয়েছে এবং মানুষ নানা ধরনের মন্তব্য করেছেন। অনেকে এটিকে শাস্তি হিসেবে মনে করলেও অনেকেই বলছে নির্দিষ্ট একটি মুহূর্তের ছবি দেখে এমন উপসংহারে পৌঁছানো উচিত নয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ