পোটলা পার্টির কর্মকাণ্ড দেখুন টিম আন্ডারকাভারে (ভিডিও)

কার্টন/পোটলা পার্টি শুধু ৪২০-এর ওস্তাদই নয়, তাদেরই একটি অংশ অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। যাদেরকে তারা কথায় বশ করতে পারে না, তাদের রাসায়নিক ব্যবহারে কুপোকাত করে।

যা উঠে এসেছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানী প্রোগ্রাম \’টিম আন্ডারকাভার\’এর ২৬ তম পর্বে।

প্রতারণার স্বার্থে পুরো ঢাকা অঞ্চলকে অজ্ঞান পার্টি পাঁচটি ভাগে ভাগ করেছে। ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তথ্য মতে, ২০১৬ সালের জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত অজ্ঞান বা মলম পার্টির খপ্পরে পরে চিকিৎসার জন্য ভর্তি ৩৮৫ জন। এদের মধ্যে মৃত্যু হয় ১৭ জনের।

২০১৭ সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত, চিকিৎসার জন্য ভর্তি ৮৫ জন। এদের মধ্যে মৃত্যু হয় ৩ জনের। আর, ২০১৭ সালের চলতি সেটেম্বরে, অজ্ঞান বা মলম পার্টির খপ্পরে পরে চিকিৎসার জন্য ভর্তি ২৫ জন।

ট্রেনের মধ্যে ভাসমান লোকজন বা হকাররাও আছে এই দলে। তারা বিভিন্ন খাবারের মধ্যে নেশাজাতীয় কিছু মিশিয়ে মানুষের টাকা-পয়সা নিয়ে নেয়। এদের অনেকে প্রায়ই হাতে-নাতে আটক হয়।

https://youtu.be/my2UHY7PqOM

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল