কিশোরীর পেট থেকে বের হলো ৭৫০ গ্রাম চুল

প্রায়ই বমি বমি ভাব, মাথায় ও পেটে ব্যথা নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন বছর কুড়ির এক যুবতী। চিকিত্সকদের তিনি জানান, গত বেশ কয়েক সপ্তাহ ধরে তিনি কিছু খেতেও পারছিলেন না। ফলে ওজনও অস্বাভাবিক ভাবে কমছে তার। এর পর সিটি স্ক্যান করে দেখা যায়, যুবতীর পাকস্থলীতে কিছু একটা জমাট বেঁধে রয়েছে। এ দিকে তার অবস্থার অবনতি হওয়ার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকেরা। কিন্তু অস্ত্রোপচারে যুবতীর পাকস্থলি থেকে যা বেরুল, তা দেখে তাজ্জব বনে যান চিকিত্সকরা। পাকস্থলিতে দলা পাকিয়ে রয়েছে গোছা গোছা চুল!

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপারের একটি হাসপাতালে। যুবতীর অস্ত্রোপচারের দায়িত্বে থাকা চিকিত্সক ভরত কামাথ জানান, পাকস্থলী থেকে মোট সাড়ে ৭০০ গ্রাম চুল বের করা হয়েছে। তিনি আরও জানান, এই যুবতী বিরলতম রোগ ‘র্যা পনজিল সিন্ড্রোম’-এর শিকার। ভরতবাবুর অনুমান, বিগত প্রায় এক বছর ধরে ওই যুবতী চুল খাচ্ছেন। সেই চুল জমা হতে হতে যখন পাকস্থলীর মুখ প্রায় বন্ধ করে দেয়, তখন থেকে যুবতীর অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অস্ত্রোপচারের এখন অনেকটাই সুস্থ আছেন ওই যুবতী।

\"\"

গত বছর ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক তপন কুমার সাহার নেতৃত্বে চিকিৎসকদের একটি দল শাবনূর নামে একটি মেয়ের অস্ত্রোপচার করেন। এবং ওই কিশোরীর পেট থেকে প্রায় ২ কেজি পরিমান চুল বের করা হয়। শৈশব থেকে চুল খেয়ে আসছিল শাহনূর।

আর এ কারণেই ঢাকা মেডিকেলের মনোচিকিৎসক রাশিদুল হক বলেছিলেন, কোনও ছেলেমেয়েকে নিজের চুল ছিঁড়তে দেখলে বাবা-মায়ের সতর্ক হওয়া এবং চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা উচিত।

বাংলাদেশ সময় : ১৫৫৪ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ