নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে দশম শ্রেণির ছাত্র সাফায়েত হোসেন হৃদয় (১৫) নিখোঁজ হওয়ার একদিন পর হাওর থেকে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ময়মনসিংহ ও মদনের ডুবুরিদল। শনিবার বিকাল সাড়ে ৫টায় তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে নেত্রকোনার মদন উপজেলার মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুর হাওরে বন্ধুদের নিয়ে আনন্দ ভ্রমণে এসে সাঁতার কাটতে গিয়ে হৃদয় নিখোঁজ হয়। সে নেত্রকোনার সদর উপজেলার মৌজেবালি গ্রামের মড়ল পাড়ার হারুন অর রশিদ (ফরিদ) মিয়ার ছেলে ও আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পানিতে ডুবে যাওয়া নিখোঁজ ছাত্রটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের দুইটি ইউনিট শুক্রবার ৪ ঘণ্টা ও শনিবার ১১ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে হাওরে ভেসে উঠা তার মৃতদেহ উদ্ধার করে।

মদন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আহম্মদ কবির জানান, প্রায় ১৫ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করার পর তার লাশ উদ্ধার করা হয়েছে। দুইটি ইউনিটের ১০ সদস্য এই উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ইত্তেফাক

Scroll to Top