ডেঙ্গু রোগ ধামাচাপা দেওয়ার চেষ্টায় সরকার: রিজভী

সরকার ডেঙ্গু রোগের প্রকোপ ধামাচাপা দেওয়ার চেষ্টায় রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘ডেঙ্গু জ্বর মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা এরই মধ্যে সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে। অথচ স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে ৯ হাজার ৬৫৭ জন মানুষ মশাবাহিত রোগে অসুস্থ হয়েছে। আসলে সরকার ডেঙ্গু জ্বরের প্রকোপ ধামাচাপা দিতে চেষ্টা চালাচ্ছে।

তিনি আরো বলেন, ‘আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। অথচ এখনো কার্যকর ওষুধ কেনার কোনো উদ্যোগ নিতে পারেনি সরকার। স্থানীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মশার ওষুধের কার্যকারিতা নিয়ে সাফাই গেয়েছেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘ডেঙ্গু নিয়ে মানুষের যখন ত্রাহি অবস্থা। তারপরেও মধ্যরাতের ভোট চুরির সরকার এ নিয়ে অস্বাভাবিক আচরণ করছে। মশা নিধনের কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার।’

ইত্তেফাক

Scroll to Top