বিএসএমএমইউতে খালেদা জিয়ার দাঁতের চিকিৎসা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দন্ত বিভাগের চিকিৎসকরা খালেদা জিয়াকে দেখেছেন। শনিবার বেলা দেড়টার পর কড়া পাহারায় খালেদা জিয়াকে কেবিন ব্লক থেকে বের করে দন্ত বিভাগে নেওয়া হয়।

সেখানে বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান খালেদা জিয়াকে দেখেন। তবে তার দাঁতে কী চিকিৎসা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

দন্ত বিভাগে নেওয়ার সময় দেখা যায়, খালেদা জিয়া হুইল চেয়ারে বসা ছিলেন। তার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি ও চোখে চশমা।

দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়ার পর থেকে খালেদা জিয়ার অবস্থান হয় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে। অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য গত ১ এপ্রিল তাকে কারাগার থেকে বিএসএমএমইউতে আনা হয়। এরপর থেকে তিনি এখানেই রয়েছেন।