টিএসআই নুরুল হকের সাহসিকতার প্রাণ বাঁচলো অর্ধশতাধিক যাত্রীর

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের টিএসআই নুরুল হকের উপস্থিত বুদ্ধিতে প্রাণে বাঁচল অর্ধশতাধিক বাসযাত্রী।

ঘটনাটি বৃহস্পতিবার রাতের। ময়মনসিংহ ব্রিজ এলাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস শহরের ভৈরব রেল ক্রসিং পৌঁছে। এ সময় হঠাৎই বাসটি বিকল হয়ে যায়।

ভয়ার্ত যাত্রীদের আর্তচিৎকার শুনে ছুটে আসেন অদূরে কর্তব্যরত ময়মনসিংহ ট্রাফিক বিভাগের টিএসআই নুরুল হক।

তিনি দেখতে পান রেলস্টেশন থেকে ছেড়ে একটি ট্রেন আসছে এদিকে। তিনি ট্রেনটির দিকে মুখ করে রেললাইনের ওপর সটান দাঁড়িয়ে পগেন। তারপর নিজের মোবাইল ফোনের আলো জ্বেলে সেটি বাম হাতে উঁচিয়ে ধরেন ট্রেনের দিকে, আর নাড়িয়ে সংকেত দেন। ছড়িসহ তার ডান হাতটি উঁচিয়ে রাখেন তিনি। মোবাইল ফোনের আলোর এমন সংকেত দেখে ট্রেনের চালক আঁচ করতে পারেন সামনে রেললাইন নিরাপদ নয়। তিনি দ্রুত ট্রেন থামান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ময়মনসিংহ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর সৈয়দ মাহাবুবুর রহমান। বিকল হওয়া বাসটি সবার সহযোগিতা ও রেকার দিয়ে রেললাইন থেকে সরানো হয়।

বাংলাদেশ সময় : ১৩৪১ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ