রূপগঞ্জে বাইতুল মামুর জামে মসজিদে অগ্নিকাণ্ড

আজ রোববার (৭ মার্চ) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাইতুল মামুর জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকালে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাইতুল মামুর জামে মসজিদের ভেতরে হঠাৎ আগুন ধরে যায়। কিছু সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় মসজিদে থাকা মুসল্লিরা বাইরে বেরিয়ে যান। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওসমান গণি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে মসজিদে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মসজিদ কমিটি। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।