বিবাহিত নারীরা পরকীয়ায় জড়ান যে ৭ কারণে

বর্তমানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পরকীয়া কথাটা। পরকীয়া করা খারাপ, এটা বাস্তব। বিবাহিত মহিলারা পরকিয়াতে বেশি জড়ানোর কারণ খোঁজ করেছেন একদল গবেষক মূলত ৭টি কারণ পাওয়া গিয়েছে।

নিঃসঙ্গতা: চাকরি শেষে অনেক মহিলাই সন্ধার মধ্যে ঘরে ফেরেন। কিন্তু তাঁদের স্বামীরা দেরি করে ফেরে। অনেকের স্বামী আবার অনেক দূরে কাজ করেন। এর ফলে বিবাহিতাদের মধ্যে নিঃসঙ্গতা বাড়ে। এই জন্য পরকীয়ায় জড়ানোর সম্ভাবনা বাড়ে।

লোভ: বিবাহিত জীবনে যৌন-সম্পর্কে অখুশি থাকে।

বৌদ্ধিক তারতম্য: স্বামী এবং স্ত্রীর মধ্যে বৌদ্ধিক তারতম্য, বা ইন্টেলেকচুয়াল ডিফারেন্সর কারণেও পরকীয়া হয়ে থাকে।

স্বামীর দৃষ্টি আকর্ষণের অভাব: নানারকম কারণে অনেকের ক্ষেত্রেই স্বামীর মনোযোগ পায়না। এ থেকেই আসে মনোভঙ্গ। এর থেকেই করে থাকে পরকীয়া।

অর্থ এবং ক্ষমতা: পরপুরুষের অর্থ এবং ক্ষমতার লোভে অনেকে ঘর ছেড়ে গেছেন। কিন্তু নারীদের সংখ্যা এই ক্ষেত্রে অনেক কম।

প্রতারণাঃ কেবলমাত্র পুরুষসঙ্গীর প্রতারণার কারণে ৬৫ শতাংশ নারী জড়িয়ে পড়েছেন পরকীয়ায়। আবার দেখা যাচ্ছে, বাকিদের মধ্যে ৮১ শতাংশ স্বামীর চেয়ে অন্যের (যার সঙ্গে পরকীয়ায় জড়ান) কাছে উষ্ণ ভালোবাসা পাওয়া—পরকীয়ার একটি অন্যতম কারণ।

অসংলগ্ন আচরণঃ পুরুষসঙ্গীর খারাপ আচরণ, কিছু বদ-অভ্যাস যা নারীসঙ্গী সহজ ভাবে গ্রহন করতে পারে না এবং এতে পুরুষসঙ্গীর প্রতি তার এক প্রকার খারাপ লাগার সৃষ্টি হয় । একপর্যায়ে তা বড় আকারে ধারন করে এবং নারীসঙ্গী পরকীয়ার প্রবণতায় জড়িয়ে পড়েন।