আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এ সিদ্ধান্ত শুধুমাত্র সিডিউল পেসেঞ্জার ফ্লাইট চলাচলের ক্ষেত্রে। বিশেষ অনুমতি সাপেক্ষে চার্টার্ড ফ্লাইট এর আওতামুক্ত থাকবে।

তবে এই নিষেধাজ্ঞা বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য- ১৬টি দেশের ক্ষেত্রে কার্যকর হবে।”

তবে এ সময়ে বিমান বন্দরে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

এর আগে গত ৫ এপ্রিল এক প্রজ্ঞাপনে বিমান বাংলাদেশের সকল ফ্লাইট ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা প্রদান করা হয়। নতুন ঘোষণা অনুসারে পুরো এপ্রিল মাস জুরে বন্ধ থাকছে সকল রুটের বিমান চলাচল।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল শিডিউল ফ্লাইট আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩০ জন, আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪৮২জন।