মগবাজারের ইনসাফ হাসপাতাল লকডাউন, দুই ডাক্তার পাঁচ নার্স আক্রান্ত

রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, পাঁচ জন নার্স ও দুই কর্মীসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালটি লকডাউন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের জরুরি বিভাগে সর্দি, কাশি ও জ্বরের রোগীদের চিকিৎসা দেয়া হতো। সেখানকার দুইজন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়। পরে আমরা নার্স ও কয়েকজন স্টাফের করোনা টেস্ট করে পজেটিভ পাই। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা করা হয়, রাতেই আমরা রিপোর্ট পাই। আমাদের হাসপাতালের ডাক্তার নার্সসহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছে।

বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানোর পর হাসপাতাল লকডাউন করতে বলা হয়। মন্ত্রণালয়ের নির্দেশে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতাল লকডাউন করা হয়। হাসপাতালে ৮ জন রোগী ভর্তি ছিলো তাদের সকালে অন্যত্র স্থানান্তর করা হয় বলেও জানান তিনি। হাসপাতালের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।