দেশে যে তিন এলাকায় করোনা আক্রান্ত বেশি

দেশে ক্রমেই কোভিড-১৯ এর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণা হচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণ বেড়ে যাওয়ায় একের পর এক জেলাগুলোকে লকডাউন করা হচ্ছে। ফলে অচল হয়ে পড়েছে পুরো দেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বেশকিছু এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এলাকাগুলো হচ্ছে- নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো, গাজীপুর, ময়মনসিংহ ও কেরানীগঞ্জ। এগুলোর মধ্যে গাজীপুর, ময়মনসিংহ ও কেরানীগঞ্জ নতুন এলাকা। এ এলাকাগুলোতে বেশি সংক্রমিত হচ্ছে। এগুলোতে লকডাউন আরও কঠিনভাবে করতে হবে বলেও জানান মন্ত্রী।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। এসময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ২১৯ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১ জনে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের ও মৃতের সংখ্যা।