দেশে গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৯

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আরও ৯ জনের। আজ শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

উল্লেখ্য, গেল ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর প্রাণঘাতী এ ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সাধারণের চলাচলে বিধি-নিষেধ আরোপ করে সরকার। বন্ধ ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি সব অফিস। সেই ছুটি কয়েক দফায় বাড়িয়ে করা হয় ৫ মে পর্যন্ত।

গত বছরের ডিসেম্বরে চীনে হুবেই প্রদেশের উহান প্রদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এ ভাইরাস। বিশ্বে এ ভাইরাসে আজ শনিবার পর্যন্ত সংক্রমিত হয়েছে ২৮ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ এবং মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৭ হাজার ৭২২ জন।