আম্ফান: সুপার সাইক্লোন হিসেবেই আছড়ে পড়বে, ভয়ঙ্কর হবে গতি

ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান। বর্তমানে এর গতি ঘণ্টায় ১৩ কিলোমিটার। পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার আগেই এটি সুপার সাইক্লোনের রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

দিল্লির আবহাওয়া অফিসের পূর্বাভাস, আম্ফান ক্রমশ উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের দিঘা ও হলদিয়ায় এটি আছড়ে পড়তে পারে বুধবার রাত ৯-১২টার মধ্যে।

আম্ফানের প্রভাবে উড়িষ্যা উপকূলে মাঝারি ধরনের বৃষ্টি হবে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ১৮-২১ তারিখের মধ্যে সেখানকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সোমবার দুপুরের পর থেকেই আম্ফান শক্তিশালী হতে শুরু করবে। আগামী ১২ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে এটি সুপার সাইক্লোনে রূপান্তরিত হবে। বাংলাদেশের হাতিয়া দ্বীপ ও পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার সময়ে এর গতি হতে পারে ১৫৫-১৬৫ কিলেমিটার প্রতি ঘণ্টা।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে সবাইকে ঘরেই থাকতে বলা হচ্ছে। আম্ফান আছড়ে পড়তে পারে দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে।
: জি ২৪ ঘণ্টা