রোহিঙ্গা ক্যাম্পে ১৯ এইডস রোগী শনাক্ত

রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত ২১ জন যক্ষ্মা, ৬ জন ম্যালেরিয়া এবং ১৯ জন এইডস রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চিকিৎসা সেবার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শরণার্থী ক্যাম্পে আগামীকাল থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১০ অক্টোবর থেকে শুরু করে প্রত্যেককে এক ডোজ করে কলেরার টিকা দেয়া হবে। এর এক সপ্তাহ পর ২ লক্ষ ৫০ হাজার শিশুকে কলেরার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ০৯ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ