করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ নতুন করে ধরা পড়েছে ২ হাজার ৫৪৫ জনের শরীরে। এনিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।

আজ মঙ্গলবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে নতুন করে ৩ হাজার ৮৮১ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮ জনে।

Scroll to Top