আবহাওয়াঃ অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহটি অব্যাহত থাকতে পারে।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, গোপালগঞ্জ, কুমিল্লা, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল র্পযন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে গণকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামন্য পরিবর্তন থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।