করোনার ভ্যাকসিন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ নির্ধারিত সময়ে করোনার ভ্যাকসিন পাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২৫ থেকে ২৬ জানুয়ারির মধ্যে বাংলাদেশে করোনার ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে এবং এ সময়ের মধ্যে আসলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। মন্ত্রী জানান, যারা ঝুঁকিপূর্ণ পেশায় রয়েছেন তাদেরকেই ভ্যাকসিন আগে দেওয়া হবে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরিইউ) নজরুল হামিদ মিলনায়তনে নিয়মিত আয়োজন ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমানসহ সংগঠনের অন্যান্যরা।