মশার উপদ্রব কিছুটা কমেছে: মেয়র আতিকুল ইসলাম

১০ দিনব্যাপী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশক নিধন কর্মসূচির তৃতীয় দিনে মোহাম্মদপুর এলাকার অঞ্চল-৫-এর ৯টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আজ বুধবার (১০ মার্চ) সকালে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটিতে এ কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এ সময় তিনি জানান, এই অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মশার উপদ্রব কিছুটা কমেছে বলে নগরবাসী জানিয়েছেন।

আগামী ১৬ মার্চ পর্যন্ত এ অভিযান চলবে। প্রতিদিন এক হাজার ২০০ মশক নিধনকর্মী কাজ করছেন। এ কাজে মনিটরিংয়ের জন্য ২০০ জন তদারককারী কর্মকর্তা কাজ করছেন বলেও জানায় উত্তর সিটির মেয়র।

আতিকুল ইসলাম বলেন, মশক নিধনে আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টায় কোনো ত্রুটি রাখছি না। মশা বাড়ছে আমরাও তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে।