চলমান লকডাউন বাড়বে কি না, সিদ্ধান্ত আসতে পারে আজ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলছে সাতদিনের ‘লকডাউন’। গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে এই ‘লকডাউন’ শুরু হয়। চলবে ১১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।

তবে এই ‘লকডাউনের’ মেয়াদ আরও বাড়বে কি না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত আসতে পারে।

গত সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার পর্যালোচনা করা হবে। দেখা যাক অবস্থা কী হয়। তিনি আরও বলেন, দেখি আমরা সাতদিন পর কী অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করব ইনশাআল্লাহ। মানুষকে তো সহযোগিতা (কোঅপারেট) করতে হবে। আপনারা তো বলছেন…সবাই যদি একটু মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে, তবে তো অসুবিধা হওয়ার কথা নয়।

পরিস্থিতি বর্তমানের মতো থাকলে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দেখি, আমরা বৃহস্পতিবার বসব।’