বাংলাদেশ থেকে রেমিডেসিভির ওষুধ কিনতে চান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

পূর্ব ভারতের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বাংলাদেশ থেকে ৫০ হাজার পিস রেমডেসিভির ওষুধ কিনতে চান। এজন্য তিনি দেশটির কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়াকে একটি চিঠি দিয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) টুইটারে তিনি এ তথ্য জানান।

মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন জানান, ঝাড়খণ্ডে এখন রেমডেসিভির দারুণ সংকট। করোনা রোগীদের বাঁচাতে রেমডেসিভির প্রয়োজন। ভারতের কোনো কোম্পানির কাছে এই ওষুধ পাওয়া যাচ্ছে না। এজন্য বাংলাদেশের বেক্সিমকো কোম্পানির কাছ থেকে ১০ লাখ ডলার মূল্যের রেমডেসিভির কিনতে চেয়েছেন তিনি। এজন্য কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়াকে একটি চিঠি দিয়েছেন হেমন্ত সরেন।

উল্লেখ্য, সারা ভারত জুড়ে করোনা সংক্রমণ বেড়েছে। ঝাড়খণ্ডেও বেড়েছে সংক্রমণ। এই রাজ্যে প্রায় ১ লাখ ৬০ হাজাড় লোক আক্রান্ত হয়েছেন। চিকিৎসা নিচ্ছেন ২৫ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৪০৬ জনের।