রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ করলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

সরকারের ঘোষিত লকডাউনে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় উত্তরার বিপণিবিতান রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির আওতাধীন এলাকায় দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা তদারকি করতে গত রোববার (০৯ মে) উত্তরায় অভিযানে যান ডিএনসিসির দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী মেজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা বলেন, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের দোকানগুলোতে স্যানিটাইজার, হাত ধোয়ার জায়গা, সামাজিক দূরত্বের জন্য চিহ্নিত ছিল না জায়গা। এসব অভিযোগে মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারলে মেয়র মহোদয়ের অনুমতি নিয়ে মার্কেটটি আবার খুলে দেওয়া হবে।

ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামও এ অভিযান কার্যক্রম পরিদর্শনে ছিলেন।

তিনি বলেন, আজমপুরের ওই শপিং কমপ্লেক্সে মানা হচ্ছিল না কোনো স্বাস্থ্যবিধি। এছাড়া মার্কেটের নিচতলায় পার্কিংয়ের জায়গায় দোকান বানানো হয়েছে। স্বাস্থ্য সুরক্ষার কোনো বালাই নেই। কোনো সতর্কবার্তাও চোখে পড়েনি।