ভারতে ২০৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি

বাণিজ্য মন্ত্রণালয় বন্ধুদেশ ভারতে সীমিত আকারে পূজা স্পেশাল হিসেবে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ৫২ ইলিশ রপ্তানিকারককে মোট দুই হাজার ৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম সাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আবেদনপত্র যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৫২টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো।

এর আগে ২০১৯ সালে দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ রপ্তানি হয় ভারতে। এরপর গতবছর দেশটিতে এক হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানি করা হয়।

জানা গেছে, ইলিশ রপ্তানির জন্য কোয়ারেন্টাইন আদেশসহ নানা প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহ থেকেই এই মাছ রপ্তানি করা শুরু হবে।