ভিসির পদত্যাগের সিদ্ধান্ত না হওয়ায় অনশন চলবে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে ভিসির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ভার্চু্য়াল মাধ্যমে গতকাল শনিবার (২২ জানুয়ারি) গভীর রাতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা চলমান সংকট নিয়ে কোনো সমাধানে আসতে পারেননি। তবে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহারে শিক্ষামন্ত্রী আবারও অনুরোধ জানান। এ সময় শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দেন তিনি। আশ্বস্ত করেন, লিখিত দাবি পেলে সেগুলো সমাধানে উদ্যোগ নেবে সরকার।

আলোচনায় অংশ নেওয়া শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, আমাদের দাবি আমরা শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। তার সময় সল্পতার কারণে আমাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারেননি। তবে রবিবার আমাদের সঙ্গে আবারো বসবেন বলে জানিয়েছেন। এতে আমাদের সব দাবি দাওয়া লিখিতভাবে তাকে পাঠাতে বলা হয়েছে।

এর আগে, শনিবার রাতে ঢাকায় নিজ বাসভবনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

Scroll to Top