১৪ ফেব্রুয়ারি শুরু এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও ফল পুনঃনিরীক্ষার সুযোগ পাচ্ছেন। আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আর এই আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ রবিবার আন্তঃশিক্ষাবোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়। ভার্চুয়ালি যোগ দিয়ে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাপ্ত ফলাফলে এবার পাশের হার ৯৫.২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

Scroll to Top