কক্সবাজারে যেসব প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ শনিবার (১১ নভেম্বর) কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারে পৌঁছে ১৬টি প্রকল্পের উদ্বোধন এবং চারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সকাল ১০টায় আইকনিক রেলস্টেশন উদ্বোধন, সুধী সমাবেশ, ট্রেনে চড়ে রামু পর্যন্ত রেললাইন পরিদর্শন এবং দুপুরে হেলিকপ্টারযোগে মহেশখালী মাতারবাড়ির জনসভায় ভাষণ দেবেন।

এ উপলক্ষে জেলাজুড়েই এখন সাজ সাজ রব। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড-পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক, উপসড়ক।

প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা সফল করতে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জনসভায় কয়েক লাখ মানুষ উপস্থিত হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কক্সবাজার জেলা প্রশাসনসহ সরকারের সব বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী ছোট-বড় ২০টি প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান। গত বছরের ৭ ডিসেম্বর সবশেষ কক্সবাজারে জনসভায় যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Scroll to Top