শ্রীলঙ্কার সদস্য পদ স্থগিত করল আইসিসি

সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

আজ শুক্রবার (১০ নভেম্বর) আইসিসি এক বোর্ড মিটিং করে। মিটিংয়ে তারা সিদ্ধান্তে উপনীত হয় যে, সদস্যপদের ক্ষেত্রে কোনো দেশকে যেসব নিয়ম-কানুন মানতে হয়, শ্রীলঙ্কা সেগুলো লঙ্ঘন করেছে। বিশেষ করে তারা নিজেদের স্বায়ত্তশাসন ধরে রাখতে পারেনি। মুক্ত থাকতে পারেনি সরকারি হস্তক্ষেপ থেকেও।

এসব নিয়ে ঝড় বয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ডে। তার ওপর গতকাল আরো বড় ধাক্কা খেয়েছে তারা। শ্রীলঙ্কার সদস্য পদ স্থগিত করেছে আইসিসি। এসএলসি প্রশাসনে সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইসিসি তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আইসিসি বোর্ড সভায় সিদ্ধান্ত হয়ছে, শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল।

সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড। তবে নিষেধাজ্ঞার মেয়াদ জানায়নি আইসিসি।

 

Scroll to Top