নতুন সরকারের সঙ্গে আমাদের কাজ শুরু হয়েছে: চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, নতুন সরকারের সঙ্গে আমাদের নতুনভাবে কাজ শুরু হয়েছে। এজন্য আজ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। বাংলাদেশ-চায়না দ্বি-পাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে নয়া অর্থমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন।

আজ রোববার (২১ জানুয়ারি) দুপুরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত।রাজধানীর আগারগাঁওয়ে অর্থমন্ত্রীর দপ্তরে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে নতুনভাবে আমাদের কাজ শুরু হয়েছে। এজন্য আজ অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে নতুন অর্থমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হওয়ার কারণে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে সামনের দিনে।

Scroll to Top