ঘন কুয়াশায় ঢাকার ফ্লাইট নামলো ভুটানে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী ব্যাংকক থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট ডাইভার্ট হয়ে ভুটানের পারো বিমানবন্দরে অবতরণ করেছে। এ ছাড়া ১০টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে।

আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালের তথ্যানুযায়ী, ব্যাংকক এয়ারপোর্ট থেকে আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় দ্রুক এয়ারের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে সকাল ৯টা ১০ মিনিটে অবতরণ করে ভুটানে।

সূত্রটি জানায়, সকাল সাড়ে ৭টায় দ্রুক এয়ারের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু ঘন কুয়াশায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে সকাল ৯টা ১০ মিনিটে অবতরণ করে ভুটানে।

এদিকে, ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১০টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। বিভিন্ন এয়ারলাইনসের কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করছে।

Scroll to Top