প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা রসাটম ডিজির

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ বৈঠক থেকে রূপপুরেই দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে ঘোষণা আসতে পারে।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে অংশ নিতে রাশিয়া থেকে অ্যালেক্সি লিখাচেভ গতকাল সোমবার ঢাকায় এসে পৌঁছেছেন।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অংশ নিতে সোমবার ঢাকায় আসেন তিনি। বিশেষ বিমানে রাশিয়া থেকে ঢাকায় পৌঁছানোর পর রসাটমের মহাপরিচালক প্রথমেই যান পাবনার রূপপুরে।

সেখানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের অগ্রগতি নিয়ে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর ঢাকায় ফিরেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

Scroll to Top