রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে : ভোক্তার ডিজি

ভোজ্যতেল ব্যতিরেকে অন্যান্য পণ্য যেমন খেজুর, মসলা জাতীয় ‍কিছু পণ্য, ছোলা ও ফলের পর্যাপ্ত সরবরাহ আছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার।

বৃহস্পতিবার পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

ভোক্তার ডিজি বলেন, বাজারে আমদানি এবং সরবরাহ পর্যাপ্ত আছে। কিন্তু ভোজ্যতেল নিয়ে এখন পর্যন্ত কিছুটা অস্বস্তি আছে। তবে যতটুকু আছে সেটি নিয়ে খুচরা ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। সরকার ইতিমধ্যে টিসিবির মাধ্যমে ট্রাক সেল কর্মসূচি চালু করেছে।

এ ছাড়াও কিছু কিছু কোম্পানি ও প্রতিষ্ঠান আমার কাছে চিঠি দিচ্ছেন, রমজানে তারা বিভিন্ন জায়গায় স্বল্প মূল্যে পণ্য দিতে চান। এজন্য দুই সিটি কর্পোরেশন ও ডিএমপিকে তাদের পর্যাপ্ত সহযোগিতা করার জন্য চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

Scroll to Top