একটি দল ও পাঁচ নারীর হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও শ্রেষ্ঠ ৫ অদম্য নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দিযেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তাদের এ সম্মাননা দেয়া হয়।

শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান তিনি এসব পুরস্কার তুলে দেন।

সম্মাননা পুরস্কার পাওয়া অদম্য নারীরা হলেন: অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

Scroll to Top