শ্রমিকদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে, এ ধারাবাহিকতায় চলতি বছরের শেষদিকে শ্রম আইন সংশোধনের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রি. জে. (অব) এম সাখাওয়াত হোসেন।
বুধবার (১৮ জুন) বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ৩৫ লাখ শিশু শ্রমিক রয়েছে। এরমধ্যে ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। এ অবস্থায় আগামী নভেম্বরের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে।
এ সময় তিনি আরও জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ওয়ালটনের পক্ষ থেকে ৬ কোটি ১২ লাখ ১০ হাজার ৩৭৮ টাকা এবং বিএসআরএম ২ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৪৪৭ টাকার অর্থ সহায়তা দেয়া হয়েছে।