বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আজও মানুষের ঢল নেমেছে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তার সমাধিতে সকাল থেকেই ফুল হাতে জড়ো হন বিএনপি নেতাকর্মীসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সরজমিনে দেখা যায়, সকাল থেকেই জিয়া উদ্যানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কেউ নীরবে দাঁড়িয়ে দোয়া করেন, কেউ চোখের জল আটকে রাখতে না পেরে অঝোরে কাঁদতে থাকেন। প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করেন অনেকে। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সমাধিস্থল পরিণত হয় শ্রদ্ধা ও ভালোবাসার মিলনমেলায়।
সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসের পাতায় চিরদিন লেখা থাকবে।
দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে দেশের মানুষ একজন অভিভাবককে হারিয়েছে। আজ বাংলাদেশের জনগণ তার অভাব গভীরভাবে অনুভব করছে।
শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জিয়া উদ্যানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।






