দেশের ১১তম শিক্ষা বোর্ড হিসেবে অনুমোদন পেলো ময়মনসিংহ

সদ্য গঠিত ময়মনসিংহ বিভাগকে দেশের ১১তম শিক্ষা বোর্ড হিসেবে অনুমোদন দিয়েছে সরকার। বিভাগের চারটি জেলা বোর্ডের অন্তর্ভুক্ত থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ’ নামে নতুন এ শিক্ষাবোর্ডটি স্থাপনের আদেশ জারি করে।

এতে বলা হয়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং উন্নয়নের উদ্দেশ্যে ময়মনসিংহে শিক্ষা বোর্ড স্থাপন করা হয়েছে। সরকার ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্সের ক্ষমতাবলে এটি করেছে।

২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর দেশে অষ্টম বিভাগ হিসেবে অনুমোদন পায় ময়মনসিংহ। তখন থেকেই বিভাগটিতে একটি শিক্ষা বোর্ড স্থাপনের দাবি জোরালো হয়ে উঠে। দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) চৌধুরী মুফাত আহমেদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটির মাতমত অনুযায়ী প্রস্তাবটি অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শিক্ষা মন্ত্রণালয় ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠনের আদেশ জারি করে।

উল্লেখ্য, পূর্বে নতুন শিক্ষা বোর্ডের অন্তর্ভূক্ত চারটি জেলা ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পারিচালিত হতো। ময়মনসিংহ ছাড়াও ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর ও দিনাজপুরে সাধারণ বোর্ড রয়েছে। আর মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জন্য রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড।

বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ