সাংবাদিক-কলামনিস্ট কাজী সিরাজ আর নেই

হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট কাজী সিরাজ। বৃহস্পতিবার রাত ১০টায় বনশ্রীর নিজ বাসায় মৃত্যু হয় তার।

পরিবারের সদস্যরা জানান, রাতে নিজ ঘর থেকে বের হয়ে বাথরুমে গেলে সেখানেই পড়ে যান কাজী সিরাজ। পরে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজের ছেলে আরো জানান, শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। কুমিল্লা চৌদ্দগ্রামে তার গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়ার পর সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কাজী সিরাজের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী বুলু আখতার, এক ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

কাজী সিরাজ দীর্ঘদিন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। একসময় নিজেই সম্পাদনা করেন সাপ্তাহিক বিবর্তন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক এ রাজনৈতিক নিবন্ধ লিখতেন। টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানেও নিয়মিত ছিলেন। কাজী সিরাজ কর্মজীবনে

চট্টগ্রামের দৈনিক কিষানের ঢাকার ব্যুরো প্রধান ছিলেন। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে সাপ্তাহিক বিবর্তন। জাতীয় পার্টির নেতা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমেদের চাচাত ভাই ছিলেন কাজী সিরাজ।

বাংলাদেশ সময় : ১৫৫৫ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ