মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের দাবি

মিয়ানমারের সঙ্গে সব ধরণের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাংলাদেশ সরকার ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি থেকে এ আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন, মিয়ানমারকে বাণিজ্যিকভাবে কোণঠাসা করতে হবে। তাদেরকে বাণিজ্যিকভাবে কোনঠাসা করতে পারলে তাদের অস্ত্র কেনা বন্ধ হবে। তাই মিয়ানমারের সঙ্গে আমাদের সব ধরণের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

তিনি আরো বলেন, সারাদেশে বার্মার যেসব পণ্য বিক্রি হচ্ছে তা বাংলাদেশ বর্জন করবে। সর্বাত্মকভাবে আমরা সকল ধরনের পণ্য বর্জনের ডাক দিচ্ছি। দেশের কোথাও বার্মিজ পণ্য বিক্রি হতে দেয়া হবেনা।

ইমরান বলেন, রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সরকার যে মানবিক আচরণ দেখাচ্ছে তা পৃথিবীজুড়ে প্রশংসা কুড়িয়েছে। তবে সস্প্রতি সরকার বার্মা থেকে চাল আমদানীর যে সিদ্ধান্ত নিয়েছে তা বাতিল করতে হবে। যে চালের মধ্য মানুষের রক্ত সে চাল বাঙ্গালী খাবে না। সেই চাল দেশে ঢুকতে দেওয়া হবে না।

ইমরান আরো বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের এমন অমানবিক আচরণের মাত্রা ছাড়িয়ে গেছে। যে দেশে এতো বড় মানবতা বিরোধী অপরাধ হচ্ছে সে দেশের প্রধান আবার শান্তিতে নোবেল পেয়েছেন। অশান্তি সৃষ্টি করা বার্মাকে সারা পৃথিবী প্রত্যাখ্যানের ডাক দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম